আসছে তীব্র তাপপ্রবাহ, আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়ও

দেশে ইতিহাসে চলতি বছরের এপ্রিল ছিলো সবচেয়ে উষ্ণতম মাসগুলোর একটি। এ মাসে স্বাভাবিকের চেয়ে ৬৬ দশমিক ৪ শতাংশ বৃষ্টিপাত কম হয়েছে। ফলে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। তবে মে মাসেও দেশের পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেত পারে। ফলে তাপাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে পারে। সেই সঙ্গে কালবৈশাখী, বজ্র বৃষ্টি, এমন কি ঘূর্ণিঝড়ও আঘাত হানতে পারে।

আজ মঙ্গলবার (২ মে) চলতি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়েছে, মে মাসে মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ১-৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি/তীব্র কালবৈশাখী ঝড় এবং ৩-৫ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা/মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে।

চলতি মাসে দেশের পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ (৪০ ডিগ্রি সেলাসিয়াসের বেশি) এবং দেশের অন্যত্র ১-২ টি মৃদু (৩৬-৩৮সেলসিয়াস)/ মাঝারি (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপ প্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে এ মাসে দেশের প্রধান নদ-নদীতে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে উজানে ভারি বৃষ্টিপাতের প্রেক্ষিতে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চালে স্বল্প মেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। চলতি মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ৩-৫ মিলিমিটার এবং গড় সূর্য কিরণকাল ৬ দশমিক ৫ ঘণ্টা-৮ দশমিক ৫ ঘণ্টা থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মে মাসে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি আগামী সপ্তাহে সৃষ্টি হতে পারে। যা পরে শক্তি সঞ্চয় করে তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে মোচা। 

অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, এই মাসের ৪ বা ৫ তারিখ পর্যন্ত বৃষ্টি হবে দেশের বিভিন্ন অঞ্চলে। এরপর তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে। ৮ থেকে ১৪ তারিখের মধ্যে লঘুচাপ তৈরি ও এরপর নিম্নচাপ থেকে ঝড় সৃষ্টি হতে পারে। 

এদিকে ভারতের বিশেষায়িত আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র (আরএসএমসি) জানিয়েছে, আগামী ৬ মের দিকে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে। এটি ঘণীভূত হয়ে ৯ মের দিকে নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর এটি আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে আন্দামান দ্বীপের কাছে ১০ মের দিকে গভীর নিম্নচাপ এবং ১১ মের দিকে রূপ নিতে পারে তীব্র ঘূর্ণিঝড়ে।

নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে নাম হবে ‘মোখা (MOKHA)’। নামটি দিয়েছে ইয়েমেন। এক সময় মোখা ইয়েমেনের রাজধানী সানার প্রধান বন্দর ছিল। এই স্থানটি কফির জন্য বিখ্যাত। কালক্রমে এখানকার কফির নাম হয়েছে মোখা কফি। ইংরেজিতে শব্দটি Mocha লেখা হলেও এর উচ্চারণ হচ্ছে Mokha।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //